র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুরে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে। আজ সোমবার সকালে মেহেরপুর সিভিল সার্জন অফিসের উদ্যোগে এ দিবস পালিত হয়।
সিভিল সার্জেন ডা. মহীউদ্দীন আহমেদের নেতৃত্বে মেহেরপু পৌর ঈদগাহ গেটের সামনে থেকে একটি র্যালি শুরু হয়ে মেহেরপুর সিভিল সার্জন কার্যালয়ে এসে শেষ হয়। র্যালি শেষে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে ১০ জন কুষ্ঠ রোগীকে কম্বল প্রদান করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন ডা. মোহাম্মদ ফজলুর রহমান, ডা. উম্মে হোমায়রা আয়েশা, ডা. মোহাম্মদ ইনজামাম উল হক প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ