বগুড়ায় যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতৃবৃন্দকে সদ্য ঘোষিত জেলা যুবদলের কমিটিতে রাখার অভিযোগে ৫ নেতার সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে। গতকাল রবিবার (১৬ ফেব্রুয়ারি) সংগঠনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পদ স্থগিত হওয়া নেতারা হলেন, যুবদল বগুড়া জেলা কমিটির সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সুজাউল ইসলাম সুমন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইনছান, সহ-সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব সেলিম, সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মাসুদ রানা ও নির্বাহী সদস্য সজল হোসাইন রহমত।
জানা গেছে, গত ৫ ফেব্রুয়ারি জাতীয়তাবাদী যুবদল বগুড়া জেলা এবং শহর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ওইদিন ঘোষিত ১০১ সদস্য বিশিষ্ট জেলা কমিটিতে স্থান পাওয়া বেশ কয়েকজন নেতার সঙ্গে অতীতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ, যুবলীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে সখ্যতা এবং বিভিন্ন অনুষ্ঠানে ওইসব দলের নেতাদের সাথে অংশগ্রহণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর রবিবার যুবদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখিত ৫ নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়। তবে কি কারণে তাদের বিরুদ্ধে এ ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা জানানো হয়নি।
বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার-প্রচারণা এবং তার ভিত্তিতে কিছু গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের কারণে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাময়িকভাবে এ ধরনের ব্যবস্থা নিয়েছেন।
তিনি বলেন, ‘উল্লেখিত ৫ নেতা কখনোই যুবলীগ এবং ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না।’
বিডি প্রতিদিন/জামশেদ