সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক থেকে ৫ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় ট্রাকটি জব্দ এবং ট্রাকের চালক ও সহকারীকে আটক করা হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে হাইওয়ে পুলিশ হাটিকুমরুল গোলচত্ত্বরে এ অভিযান পরিচালনা করেন। আটককৃতরা হলো রাজশাহীর বাঘমাড়া উপজেলার দেউলিয়া গ্রামের মৃত কছির উদ্দিনের ছেলে ট্রাক চালক কামরুল হাসান মিন্টু (২৮) ও একই গ্রামের মান্নানের ছেলে চালকের সহকারী আবদুল্লাহ আল মাহিদ (১৮)।
হাটিকুমরুল হাইওয়ে থানায় ওসি আব্দুর রউফ বলেন, মহাসড়ক দিয়ে নিষিদ্ধ পলেথিনবাহী একটি ট্রাক ঢাকা হতে রাজশাহীর দিকে যাচ্ছিল। সংবাদ পেয়ে ট্রাকটি জব্দ করা হয়। এসময় ট্রাকের চালককে জিজ্ঞাসাবাদ করা হলে সে জানায় ট্রাকে আনুমানিক ৫ টন নিষিদ্ধ পলেথিন রয়েছে। পরে পলেথিন বোঝাই ট্রাকটি জব্দ করা হয়। এ সময় চালক ও হেলপারকে আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ