নোয়াখালীর কবিরহাট উপজেলায় এক খামারির তিনটি ঘরের দরজা বাইরে থেকে ছিটকিনি লাগিয়ে গোয়ালঘরে আগুন দেওয়া হয়েছে। এতে সাতটি গরু দগ্ধ ও একটি গরু বাছুর মারা গেছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে কালামিয়া মেম্বার বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী খামারি মালিক শাহজাহান জানান, হঠাৎ রাতে গরুর চিৎকার শুনে বের হওয়ার চেষ্টা করে দেখেন তার ঘরের দরজা বাহির থেকে বন্ধ। বাড়িতে তার ভাইদের ঘরগুলোও বাহির থেকে বন্ধ করে দিয়েছে দুর্বৃত্তরা। এক পর্যায়ে তাদের চিৎকারে আশপাশের মানুষ এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি জানান, পরিবারের উপার্জনের একমাত্র সম্বল ছিল এটি। আগুনের ঘটনায় তার অন্তত ৩৫-৪০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, বাড়ির একপক্ষের সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল। তারা কিছুদিন আগে হুমকি দিয়েছিল। ধারণা করা হচ্ছে তারা এ ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনজুর আহম্মেদ জানান, ভুক্তভোগীকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। এরই মধ্যে বিষয়টি পুলিশ তদন্ত শুরু করেছে। এর সঙ্গে কারো সম্পৃক্ততা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/মুসা