রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা শনিবারের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার হেফাজতে ইসলাম উত্তরা জোনের উদ্যোগে উত্তরা ৩ নং সেক্টরের আজমপুরে আমির কমপ্লেক্স চত্বরে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলপূর্ব সমাবেশে হেফাজতে ইসলাম উত্তরা জোনের আহ্বায়ক নাজমুল হাসান কাসেমীর সভাপতিত্বে ও সদস্য সচিব মুফতি কিফায়াতুল্লাহ আযহারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. শুয়াইব আহমাদ চৌধুরী।
মিছিলপূর্ব সমাবেশে আরও উপস্থিত ছিলেন মুফতি মুহিউদ্দীন মাসুম, হেফাজতের কেন্দ্রীয় সহ-আইনবিষয়ক সম্পাদক, বাবুস সালাম মাদ্রাসার মুহতামিম ও শাইখুল হাদিস আনিসুর রহমান, মাওলানা নূরুল ইসলাম খিলক্ষেত, মুফতি জুনায়েদ কাসেমী, মুফতি বখতিয়ার হুসাইন, মাওলানা আখতারুজ্জামান, মাওলানা কিফায়াতুল্লাহ নোমানী, মাওলানা গিয়াস উদ্দীন আল মাদানী, মুফতি মুহসিনুল হাসান, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা জাকের হুসাইন দক্ষিণখান, মুফতি শওকত কাসেমী, মাওলানা সফিউল্লাহ, মাওলানা ইসহাক কামাল, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা রাকীবুল হাসান, মাওলানা আহমাদ শফী, মাওলানা আব্দুর রহীম, মাওলানা মুকাররম হুসাইন, মাওলানা আব্দুল্লাহ মায়মুন, মাওলানা ইবরাহীম আজাদী, মাওলানা মাকসুদুর রহমান, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাওলানা আমিরুদ্দীন ফয়েজী, মুফতি মুঈনুল ইসলাম, ১০নং সেক্টর কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি মুহিউদ্দীন, মাওলানা হাফেয সুলাইমান, মুফতি রুহুল আমীন, মাওলানা যুবায়ের আহমাদ মদীনা মুনাওয়ারা, মাওলানা নিজাম তালুকদার, মাওলানা ফিরোজ আহমাদ।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ৯২ ভাগ মুসলমানের এই বাংলাদেশে কোরআনবিরোধী আইন পাস করতে হলে তা আমাদের রক্তের ওপর দিয়ে করতে হবে। ইসলামের বিরুদ্ধে কোনো আইন পাস হবে, আর আমরা বেঁচে থাকব, তা হতে পারে না। রক্ত দিয়েছি, প্রয়োজনে আরও রক্ত দিব। কিন্তু ইসলামবিরোধী সব চক্রান্তকে নস্যাৎ করেই ছাড়ব ইনশাআল্লাহ। আগামী ৩ তারিখের মহাসমাবেশের আগেই নারী কমিশনের প্রস্তাবনাসহ সব প্রকারের কোরআনবিরোধী প্রস্তাবনা বাতিল করতে হবে। দেশ ও ইসলামের বিরুদ্ধে প্রতারণাকারী সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। সরকারকে বলছি, যা করার অতিদ্রুত করুন, নচেৎ হেফাজতের ডাকে আগামী দিনে কঠোর থেকে কঠোর কর্মসূচির মাধ্যমে আমাদের দাবি আদায় করেই ছাড়ব ইনশাআল্লাহ।
বিডি প্রতিদিন/জুনাইদ