হানিয়া আমির, মাহিরা খানসহ একাধিক পাক সেলিব্রেটির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতে ব্লক করে দিল ভারতের নরেন্দ্র মোদি সরকার। অর্থাৎ ভারতের মাটিতে ওই সমস্ত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ব্যবহারকারীরা এখন থেকে আর সেগুলি খুলতে পারবেন না।
গত ২২ এপ্রিল পাহেলগাঁও ভয়াবহ হামলাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তান সীমান্তে সৃষ্ট অশান্তির আবহেই এবার ভারতের কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত।
ব্লক করে দেওয়া পাক সেলিব্রিটিদের অন্য ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলির মধ্যে রয়েছে, পাকিস্তানি গায়ক আলী জাফর, অভিনেত্রী ও মডেলার সানাম সাঈদ, চলচ্চিত্র ও টেলি অভিনেতা বিলাল আব্বাস, অভিনেত্রী ইকরা আজিজ, অভিনেতা ইমরান আব্বাস, অভিনেত্রী ও মডেলার সজল আলী প্রমুখ।
সরকারের এই ঘটনার পরেই ভারতে অবস্থানরত সেই সমস্ত পাক সেলিব্রিটিদের ফ্যান, ফলোয়াররা তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি খোলার চেষ্টা করতেই তাদের মোবাইলে ভেসে উঠছে 'অ্যাকাউন্ট নট এভেলেবেল ইন ইন্ডিয়া' শব্দগুচ্ছ।
তবে শুধু সেলিব্রিটিটাই নয়, ইতোমধ্যেই পাকিস্তানের ১৬ টি ইউটিউব চ্যানেল সম্প্রচার বন্ধ করে দিয়েছে ভারত সরকার। দুইদিন আগেই ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে ডন নিউজ, সামা টিভি, বোল নিউজ, এআরওয়াই নিউজ, রাফতার, সুনো নিউজ, জিও নিউজ, সামা স্পোর্টস, উজাইর ক্রিকেট, রাজি নামা, দ্য পাকিস্তান রেফারেন্স,সহ ১৬ টি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করে দেয় মোদি সরকার। এর মধ্যে ছিল পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আক্তারের একটি ইউটিউব চ্যানেলেও।
বিডি প্রতিদিন/নাজমুল