১৩৯তম আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে স্কপের ৯ দফা দাবি মেনে নেওয়া, শ্রমিক নির্যাতন বন্ধ ও শ্রমিকদের নায্য মজুরি প্রদান করার দাবিতে আলোচনা সভা করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ ফেনী জেলা শাখা।
জেলা সমন্বয়ক মোকছেদুল আলম টিপুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসমাইল হোসেন। মে দিবস উদযাপন প্রস্তুতি কমিটির আহ্বায়ক নাছির উদ্দিন ভূঁইয়া সবুজের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন ফেনী জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার ও বিশেষ অতিথি ছিলেন কানাডা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির পাটওয়ারী।
এসময় আরও বক্তব্য রাখেন স্কোপের উপদেষ্টা অ্যাডভোকেট সমির চন্দ্র কর, হিউম্যান রাইটস ফেনী জেলার সভাপতি ইমাম উদ্দিন, ফেনী পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. হানিফ ও সোনাগাজী উপজেলা সভাপতি নুরুল হুদা প্রমুখ।
বিডি প্রতিদিন/ইই