রংপুরের পীরগঞ্জে সোহেল রানা (২৫) নামে এক যুবক হত্যা মামলার প্রধান আসামি মনিরুলের বিচার দাবিতে দু'শতাধিক নারী-পুরুষ মানববন্ধন করেছে। রবিবার দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য রাখেন।
সূত্র জানায়, উপজেলার মদনখালী ইউনিয়নের বড়ফলিয়া গ্রামের শহিদুল ইসলামের সঙ্গে একই গ্রামের মনিরুল ইসলামের ৩০ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ৩০ জুন শহিদুল তার ছেলে সোহেল রানাকে নিয়ে জমিতে কলা কাটতে গেলে মনিরুল গং তাদের ওপর হামলা চালায়। এ সময় প্রতিপক্ষ মনিরুল ইসলামসহ আরও কয়েকজন মিলে সোহেল রানাকে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ৩ জুলাই বিকালে তার মৃত্যু হয়। সোহেল রানা মাত্র ৫ মাস আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
ওই ঘটনার পর পুলিশ প্রধান আসামি মনিরুল ইসলামকে গ্রেপ্তার করে।
রবিবার বড়ফলিয়া গ্রামবাসীর ব্যানারে মানববন্ধনে অংশ নেয় প্রায় দু'শতাধিক নারী-পুরুষ। মানববন্ধনে নিহত সোহেল রানার বাবা-মা ও স্ত্রী কান্নায় ভেঙে পড়েন।
মানববন্ধনে বক্তব্য দেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, জামায়াত নেতা মাওলানা নুরুল আমীন, পীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি সাইফুল আজাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান, বিএনপি নেতা সাজু মিয়া, শাহজাহান আলী, ব্যবসায়ী রাসেল মিয়া, নিহত সোহেল রানার বাবা শহিদুল ইসলাম, মা মরিয়ম বেগম, নববধূ জান্নাতুল ফেরদৌস, মদনখালী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আবুল কাশেম ও সাজু মিয়াসহ অনেকে।
বক্তারা বলেন, শুধু মনিরুলকে গ্রেপ্তার করলেই হবে না, আমরা তার শাস্তি চাই। সেই সঙ্গে এজাহারনামীয় বাকি আসামিদেরও দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।
বিডিপ্রতিদিন/কবিরুল