বাংলাদেশে বিদেশি বিনিয়োগের জন্য আহ্বান জানানো হলেও স্থানীয় উদ্যোক্তারাই যখন গ্যাস ও বিদ্যুৎ সংকটে ভোগেন, তখন বিদেশি বিনিয়োগকারীরা আস্থা পাবেন কীভাবে—এমন প্রশ্ন তুলেছেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোস্তফা কামাল।
বুধবার রাজধানীর একটি হোটেলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত এক কনসাল্টেটিভ মিটিংয়ে অংশ নিয়ে তিনি বলেন, ‘আমরা ৬০০ কোটি টাকার বিনিয়োগ করেছি, কিন্তু এখনো গ্যাস ও বিদ্যুৎ পাচ্ছি না। দেশের উদ্যোক্তারাই যদি জ্বালানি সংকটে ভোগেন, তাহলে বিদেশিরা এখানে কেন বিনিয়োগ করতে আসবেন?’
তিনি আরও বলেন, ‘দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করতে হলে অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করতেই হবে। এর ব্যত্যয় হলে বিনিয়োগের বাস্তব সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হবে।’
এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উদ্দেশে তিনি বলেন, ‘ব্যবসায়ীদের বিরুদ্ধে যেন ঢালাওভাবে হয়রানিমূলক আচরণ না করা হয়, সে বিষয়ে এনবিআরকে সচেতন থাকতে হবে।’
মোস্তফা কামাল আমদানিকৃত পণ্যের ভ্যালুয়েশন প্রসঙ্গে বলেন, ‘কাস্টমস অনেক সময় পণ্যের মূল্য নিজেদের মতো করে নির্ধারণ করে, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অন্যদিকে ব্যবসায়ীদেরই আন্ডার ইনভয়েসিং ও ওভার ইনভয়েসিংয়ের অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে। এটি দ্বিচারিতা।’
মোস্তফা কামাল মনে করেন, দেশে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সমন্বিত নীতিমালা প্রণয়ন করা না হলে ব্যবসা-বান্ধব পরিবেশ সৃষ্টি করা সম্ভব নয়।
বিডি প্রতিদিন/নাজমুল