দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মির্জাগঞ্জ উপজেলা শাখার দপ্তর সম্পাদক মো. কামরুজ্জামান জুয়েল ও তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাকসুদ আহমেদ বায়জিদকে তাদের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত ৩১ জুলাই থেকে কার্যকর বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুটি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ২৯ জুলাই পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা পরিষদের সামনে একটি জাতীয় দৈনিকের স্থানীয় প্রতিনিধি মো. শামসুল হককে হাত-পা ভাঙাসহ হত্যার হুমকি দেয় মির্জাগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. কামরুজ্জামান জুয়েল ও সহযোগীরা। এ ঘটনায় মির্জাগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী সাংবাদিক। এছাড়া মির্জাগঞ্জ সেনা ক্যাম্প ও পটুয়াখালী জেলা বিএনপির কাছে তিনি লিখিত অভিযোগও দিয়েছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল