ত্রিদেশীয় সিরিজে এবার হেরে গেল বাংলাদেশের যুবারা। গতকাল জিম্বাবুয়ের হারারেতে অনুষ্ঠিত নিজেদের তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার যুব দলের কাছে ৫ উইকেটে পরাজিত হয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের যুবারা ৪৪.৫ ওভারে ১৭৫ রানে অলআউট হয়। জবাবে ৩৬.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৬ রান করে জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকার যুব দল।
প্রথমে ব্যাটিংয়ে নেমে একের পর এক উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার জাওয়াদ আবরার ৭ ও রিফাত বেগ ৯ রানে সাজঘরে ফেরেন। অধিনায়ক আজিজুল হাকিম ও কালাম সিদ্দিকি বড় ইনিংস খেলার চেষ্টা করেন। আজিজুল ৮১ বলে ৫৯ রান করে আউট হন। তার ইনিংসে ৫টি চার ও ২টি ছক্কার মার ছিল। কালাম সিদ্দিক ৬১ বলে ৩টি চার ও ১টি ছক্কার মারে করেন ৪৯ রান। দুই অঙ্কের রান করেন রিজান হোসেনও (৩৮ বলে ১৭ রান)। বাকিরা কেউই দুই অঙ্কের স্কোর করতে পারেননি। দক্ষিণ আফ্রিকার যুবাদের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন জেসন রাওয়েলস। এ ছাড়া এনতান্দো সোনি ও বায়ান্দা এমবাথা ২টি করে এবং বান্দিল, ডায়ালান ও জেমস ১টি করে উইকেট নেন। জবাব দিতে নেমে ওপেনার জোরিচের উইকেট (৬ রান) হারিয়ে বিপদেই পড়েছিল প্রোটিয়ারা। তবে মুহাম্মদ বুলবুলিয়া (৩৯ রান) এবং আরমান মানাক (৫৭ রান) দলকে বিপদ থেকে উদ্ধার করেন। এরপর জেসন রাওয়েলস করেন ৪১ রান। শেষ দিকে বিহান প্রিটোরিয়াস ২১ রান করে দলকে জয় এনে দেন। বাংলাদেশের পক্ষে আল ফাহাদ সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন। এ ছাড়া ১টি করে উইকেট নেন ইকবাল ও দেবাশিষ।
ত্রিদেশীয় সিরিজে আজ স্বাগতিক জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে জয় পাওয়ায় সুবিধাজনক অবস্থানে আছেন আজিজুল হাকিমরা। তবে আজও জয় প্রয়োজন টাইগার যুবাদের।