ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নুসরাত জাহান (১২) ও ইসরাত জাহান মীম (৫) আপন দুই বোন নিখোঁজ হয়েছেন। তারা উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কুচনী গ্রামের অটোরিক্সা চালক মোহাম্মদ ছবীর হোসেনের মেয়ে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বুড্ডা গ্রামে মামার বাড়িতে বেড়ানো শেষে বিকেলে নিজ বাড়ি কুচনী গ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেন। কিন্তু সন্ধ্যা হবার পরও যখন তারা বাড়িতে ফেরেনি তখন আত্মীয় স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজ নেয়া হয়। কিন্তু তাদের কোথায় সন্ধান মেলেনি। রাতেই কুচনী ও বুড্ডা গ্রামসহ বিভিন্ন জায়গায় খোঁজ পাবার জন্য মাইকিং করা হয়। রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই বোনের নিখোঁজ হওয়ার ঘটনাটি ভাইরাল হয়েছে।
শুক্রবার দুপুরে সরাইল থানায় নিখোঁজ হওয়ার বিষয়ে জিডি করেছেন তাদের বাবা মোঃ ছবীর হোসেন। এদিকে দুই সন্তানের সন্ধান না পেয়ে পরিবারের সদস্যদের উদ্বেগ, উৎকন্ঠা ও আতঙ্কে সময় পার করছেন। ঘটনাটিকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজ সন্তানদের বাবা-মা তাদের সন্তানদের ফিরে পেতে প্রশাসন ও দেশবাসীর সহযোগিতা চেয়েছেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী বলেন, এই বিষয়ে থানায় জিডি হয়েছে। হারানো শিশুদের খুঁজে বের করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এএম