শরীয়তপুরের নড়িয়া উপজেলা রাজনগর ইউনিয়নের জামতলা এলাকায় একটি বাসের ধাক্কায় আলী উজ্জামান ( ৩৫) নামে একজন ভ্যান চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন। শুক্রবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শরীয়তপুরের গোসাইরহাট বাস স্টান্ড থেকে ছেড়ে আসা একটি বাস নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের জামতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানের চালকসহ তিনজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভ্যানচালক আলীউজ্জামানকে মৃত ঘোষণা করেন। নি'হ'ত আলীউজ্জামান নড়িয়া উপজেলার তালতলা দরবেশ খার কান্দির বাসিন্দা মৃত চিনু মুন্সির ছেলে।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আসলাম উদ্দিন মোল্লা বলেন, দুর্ঘটনায় একজন নিহত এবং ২ জন আহত হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে তবে বাসটির চালক ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি।
বিডি প্রতিদিন/এএম