রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে ২৫ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ ধরা পড়েছে।
আজ শুক্রবার সকালে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ব্যবসায়ী মো. শাহজাহান শেখ ২ হাজার ৩ শত টাকা কেজি দরে ৫৭ হাজার ৫০০ টাকায় ক্রয় করেন।
জানা গেছে, বাচ্চু হালদার নামে এক জেলে তার সঙ্গীদের নিয়ে বৃহস্পতিবার রাতে পদ্মায় জাল ফেলেন। শুক্রবার ভোরে বাচ্চু হালদারদের জালে ২৫ কেজি ওজনের মাছটি ধরা পড়ে। শুক্রবার সকালে স্থানীয় আড়তে নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে ফেরিঘাটের ব্যবসায়ী শাহজাহান শেখ ৫৭ হাজার ৫০০ টাকায় মাছটি ক্রয় করেন।
শাকিল সোহান মৎস আড়তের ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বলেন, নিলামে ২৫ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ ৫৭ হাজার ৫০০ টাকায় ক্রয় করেছিলাম। বিভিন্ন স্থানে কথা বলে এক ব্যবসায়ীর কাছে মাছটি সামান্য লাভে বিক্রি করে দিয়েছি।
জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, পদ্মায় বর্তমানে বড় আকৃতির পাঙ্গাস মাছ ধরা পড়ছে। তবে পাঙ্গাস ধরার জালে যেন শুশুক ও বাগাইড় মাছ জেলেরা না ধরেন সে ব্যাপারে সবাইকে কাজ করতে হবে। পদ্মার মাছ অনেক সুস্বাদু তাই এই মাছের দাম বেশ বেশি।
বিডি প্রতিদিন/এএ