রাজধানীর হাজারীবাগে জমি ও পাওয়ার শেয়ার নিয়ে দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে স্বজনরা। নিহত ওই নারীর নাম রওশন আরা (৬০)।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে। গুরুতর আহত অবস্থায় রওশন আরাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে শুক্রবার ভোররাত সোয়া ৩টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের মেয়ে রুনা আক্তার জানান, ‘দীর্ঘদিন ধরে জমিজমা ও বৈদ্যুতিক সংযোগের পাওয়ার শেয়ার নিয়ে বিরোধ চলছিল। এর আগেও আমাদের বৈদ্যুতিক তার কেটে নেওয়া হয়েছিল। এই বিরোধের জের ধরেই বৃহস্পতিবার রাতে আব্দুর রহিম (২৮), রাকিব, আব্দুর রহমানসহ আরও ৫-৬ জন পাইপ ও লাঠি দিয়ে আমার মাকে পিটিয়ে গুরুতর জখম করে।’
তিনি আরও জানান, ‘আমার মাকে মারধরের পর রক্তাক্ত অবস্থায় আমরা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিই। পরে সেখান থেকে ঢামেকে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
নিহত রওশন আরা রাজধানীর হাজারীবাগ বেরিবাধ কালুনগর ময়লার ডিপু এলাকার বাসিন্দা। তিনি আমজাদ হোসেনের স্ত্রী ও মৃত খোদাবক্সের মেয়ে।
বিডি প্রতিদিন/আশিক