রাজশাহীর তানোর উপজেলার সাবরেজিস্ট্রি অফিস থেকে এক জমি বিক্রেতার চুরি হওয়া ১১ লাখ টাকা মাটি খুঁড়ে উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার বাধাইড় ইউনিয়নের একান্নপুর গোয়ালপাড়া জোড়পাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে আরজেদ আলী ওরফে কুরহান আলীর (৩৫) বাড়ি থেকে এ টাকা উদ্ধার করা হয়। পাশাপাশি কুরহানকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ ও ভুক্তভোগী সূত্র জানান, রাজশাহী মহানগরীর শিরোইল মঠপুকুর এলাকার বাসিন্দা মাবিয়া খাতুন জমি বিক্রি করতে সোমবার তানোর উপজেলা সাবরেজিস্ট্রি অফিসে যান। সঙ্গে ছিল জমি বিক্রির ১১ লাখ ৩০ হাজার টাকা। অফিসে বসে পাশে টাকার ব্যাগটি রেখে মোবাইলে কথা বলার সময় কৌশলে ব্যাগ নিয়ে সটকে পড়েন কুরহান। এ নিয়ে অফিসজুড়ে হইচই পড়ে যায়। ঘটনার দিনই মাবিয়া খাতুন তানোর থানায় অভিযোগ করেন। পুলিশ সাবরেজিস্ট্রি অফিসের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে মঙ্গলবার রাতে কুরহানকে গ্রেপ্তার করে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন জানান, কুরহানের দেওয়া তথ্যমতে বুধবার তার বাড়ির পেছনে মাটি খুঁড়ে টাকার ব্যাগ উদ্ধার করা হয়েছে। এ টাকা আদালতের মাধ্যমে মাবিয়া খাতুনের কাছে হস্তান্তর করা হবে।