বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুজিবুর রহমান সরোয়ার বলেছেন, “ন্যায়বিচার ও আইনের শাসনকে প্রতিষ্ঠা না করলে গণতন্ত্র টিকবে না।” তিনি বলেন, “রাষ্ট্র মেরামতের জন্য যে ১১টি কমিশনের কথা বলা হয়েছে, তা বাস্তবায়নের পাশাপাশি আমাদের বিচারব্যবস্থাকেও স্থিতিশীল করতে হবে।
বৃহস্পতিবার সকালে বরিশাল জেলা আদালত প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শোক ও বিজয় বর্ষপূর্তি’ উপলক্ষে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরোয়ার বলেন, “শেখ হাসিনা শুধু আয়না ঘর বানিয়েই থেমে থাকেননি, তিনি বিচারব্যবস্থাকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন—এটা আজ স্পষ্ট। আমরা দেখেছি কীভাবে একটি প্রধান বিচারপতিকে দেশ ছাড়তে বাধ্য করা হয়, কীভাবে মিথ্যা মামলায় দেশনেত্রী খালেদা জিয়াকে শাস্তি দেওয়া হয়, কীভাবে তারেক রহমানকে খালাস দেওয়া বিচারককে মালয়েশিয়ায় পালিয়ে যেতে হয়।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরিশালের আহ্বায়ক অ্যাডভোকেট নাজিম উদ্দিন পান্না।
বক্তব্য দেনবরিশাল জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরিশালের সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ইমন, বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সদস্য অ্যাডভোকেট কাজী এনায়েত হোসেন বাচ্চু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু প্রমুখ।
বিডি প্রতিদিন/আশিক