ওভাল টেস্টের দ্বিতীয় দিনে মাঠে নামার সময় ভারতের সামনে ছিল বড় সংগ্রহ গড়ার লক্ষ্য। কিন্তু সেই আশায় দ্রুতই ভাটা পড়ে। দিনের শুরুতেই একের পর এক উইকেট হারিয়ে মাত্র ৩৪ বলেই অলআউট হয়ে যায় সফরকারী দলটি। প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ দাঁড়ায় মাত্র ২২৪ রান।
দিনের শুরুতে ৬ উইকেটে ২০৪ রানে ব্যাট করতে নামে ভারত। কিন্তু দ্বিতীয় দিনে যোগ করতে পারে মাত্র ২০ রান। ব্যাট হাতে বড় কিছু করার সম্ভাবনা জাগিয়েও ফিরতে হয়েছে করুন নায়ারকে। ইংলিশ পেসার জশ টাংয়ের দারুণ এক ইনসুইংয়ে ৫৭ রানে এলবিডব্লিউ হন তিনি। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি।
নায়ারের বিদায়ের পর কিছুটা আশার আলো জাগিয়েছিলেন ওয়াশিংটন সুন্দর। কিন্তু তিনিও বেশি সময় ক্রিজে টিকতে পারেননি। গাস আটকিনসনের শর্ট বলে পুল করতে গিয়ে ২৬ রানে ক্যাচ তুলে দিয়ে ফেরেন প্যাভিলিয়নে। এরপর আর প্রতিরোধ গড়তে পারেননি মোহাম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণা।
ইনিংসের ৬৯.৪ ওভারে অলআউট হয়ে যায় ভারত। দ্বিতীয় দিনে মাত্র আধা ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায় তাদের ইনিংস।
দ্বিতীয় দিনের সকালটা পুরোপুরি নিজেদের করে নেন ইংল্যান্ডের দুই পেসার জশ টাং ও গাস আটকিনসন। দুজনই তুলে নেন দুটি করে উইকেট। বিশেষ করে আটকিনসনের বোলিং ছিল অনবদ্য। মাত্র ৩৩ রানে ৫ উইকেট নিয়ে ভারতীয় ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন তিনি।
বিডি প্রতিদিন/মুসা