সৌদি আরবে এক বছরের সংক্ষিপ্ত অধ্যায় শেষে আবার ইউরোপে ফিরে এসেছেন পিয়েরে-এমেরিক অবামেয়াং। ৩৬ বছর বয়সী এই গ্যাবনিজ স্ট্রাইকারকে ফ্রি ট্রান্সফারে দলে টেনেছে ফরাসি ক্লাব অলিম্পিক মার্সেই।
ক্লাবটি বৃহস্পতিবার (৩১ জুলাই) এক বিবৃতিতে অবামেয়াংয়ের ফেরার খবর নিশ্চিত করেছে। যদিও চুক্তির মেয়াদ বা আর্থিক শর্তাবলি প্রকাশ করা হয়নি।
এর আগে ২০২৩ সালে প্রথমবারের মতো মার্সেইয়ে যোগ দিয়েছিলেন অবামেয়াং। সেই মৌসুমেই নজরকাড়া পারফরম্যান্স করেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে করেন ৩০টি গোল। মার্সেইয়ের হয়ে দুই দশকে এই কীর্তি গড়েছিলেন শুধু দিদিয়ের দ্রগবা, তার পরই নাম লেখান অবামেয়াং।
২০২৪ সালের জুলাইয়ে দুই বছরের চুক্তিতে সৌদি ক্লাব আল-কাদসিয়াহতে যোগ দেন তিনি। তবে দীর্ঘমেয়াদি সেই যাত্রা খুব একটা দীর্ঘ হয়নি। গত মাসে পারস্পরিক সমঝোতায় চুক্তি বাতিল করেন দুই পক্ষ। ফলে অবামেয়াং আবার ইউরোপে ফিরলেন পরিচিত গন্তব্য মার্সেইয়ে।
উল্লেখ্য, ইউরোপিয়ান ফুটবলে দীর্ঘ ও সফল ক্যারিয়ারে অবামেয়াং খেলেছেন বরুশিয়া ডর্টমুন্ড, আর্সেনাল, বার্সেলোনা এবং চেলসির মতো শীর্ষ ক্লাবে। ফ্রান্সে জন্ম নেওয়া এই ফরোয়ার্ড গ্যাবনের হয়ে আন্তর্জাতিক ফুটবলেও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।
বিডি প্রতিদিন/মুসা