সমুদ্র থেকে কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত একটি ডলফিন। এটি প্রায় ৮ ফুট দৈর্ঘ্যে। এর পুরো শরীরে চামড়া উঠানো এবং কিছু অংশ পঁচে গেছে। বৃহস্পতিবার শেষ বিকেলে সৈকতের পশ্চিম পাশে কম্পিউটার সেন্টার এলাকায় ডলফিনটি দেখতে পায় স্থানীয়রা।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কুয়াকাটা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইয়াসিন সাদিক। তিনি এসময় দুঃখ প্রকাশ করে সাংবাদিকদের বলেন, এই প্রাণীগুলোর মৃত্যু আমাদের জন্য অশনি সংকেত, জেলেদের আরও সতর্ক হতে হবে। পরে তিনি বন বিভাগের কর্মকর্তাকে ডলফিনটি দ্রুত মাটিচাপা দেওয়ার নির্দেশ দেন।
ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন রাজু বলেন, জোয়ারের সময় সমুদ্র কিছুটা উত্তাল ছিল। ঢেউয়ের তেরে ডলফিনটি তীরে ভেসে এসেছে। দেখে মনে হয়েছে অন্তত ৫-৭ দিন আগে এটি মারা গেছে বলে তিনি জানান।
বন বিভাগ মহিপুর রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের টিম ঘটনাস্থলে গিয়েছে। যাতে দুর্গন্ধ ছড়াতে না পারে, সে জন্য দ্রুত মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম