রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজে বসুন্ধরা শুভসংঘ কারমাইকেল কলেজ শাখার আয়োজনে সাধারণ জ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ কুইজ প্রতিযোগিতায় অংশ নেয় প্রায় ২০০ শিক্ষার্থী।
সাম্প্রতিক জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, চাকরির পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বিভিন্ন বিষয়ের ধারণা অর্জনের উদ্দেশ্যে আয়োজিত এ প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে চিন্তাশক্তি ও বিশ্লেষণ ক্ষমতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখে বলে জানিয়েছেন অংশগ্রহণকারীরা। পাশাপাশি, পাঠ্যবইয়ের বাইরেও জ্ঞানের পরিধি বিস্তৃত করে বাস্তব জীবনের প্রতিযোগিতায় নিজেদের প্রস্তুত করতে পারছে বলেও মত দেন তারা।
কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন বাংলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আব্দুল ওয়াদুদ। দ্বিতীয় স্থান অধিকার করেন আনিসুর রহমান এবং তৃতীয় হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সুমনা পারভীন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারমাইকেল কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ও বসুন্ধরা শুভসংঘ কারমাইকেল কলেজ শাখার উপদেষ্টা প্রফেসর হাবিবুর রহমান, প্রফেসর রবিউল সাদিক নিরব এবং প্রফেসর মাসুদ রানা।
এছাড়া শুভসংঘের শাখা কমিটির সভাপতি আহসান হাবিব, সহসভাপতি সাজ্জাদ, সাধারণ সম্পাদক সজীব সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেকুন নাহার শিমলা, নারী বিষয়ক সম্পাদক নিশাত আঞ্জুমান প্রাপ্তি, ইভেন্ট সম্পাদক মানিক মিয়া, প্রচার সম্পাদক হাবিব, সিহাব, আরিফ ও সৌরভ-মিরাজসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রফেসর হাবিবুর রহমান বলেন, “বসুন্ধরা শুভসংঘের এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। প্রতি মাসেই এ ধরনের বড় আয়োজন দেখতে চাই।”
শুভসংঘ কারমাইকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক সজীব সরকার বলেন, “শিক্ষার্থীরা কুইজে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। তারা ভবিষ্যতেও এমন আয়োজনের প্রত্যাশা করছে।”
শাখা সভাপতি আহসান হাবিব বলেন, “কারমাইকেল কলেজে বসুন্ধরা শুভসংঘ প্রতিমাসেই বিভিন্ন আয়োজন করছে। শিক্ষার্থীরা এতে উৎসাহিত হচ্ছে এবং সাধুবাদ জানাচ্ছে।”
বিডি প্রতিদিন/আশিক