জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে মুক্তি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সৌন্দর্য বৃদ্ধি লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি করেছে বসুন্ধরা শুভসংঘ জামালপুর জেলা শাখা। শুক্রবার দুপুরে শহরের ফৌজদারি এলাকায় ব্রহ্মপুত্র নদের পাড় ঘেঁষা বাইপাস সড়কে এই বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বসুন্ধরা শুভসংঘের সভাপতি জসীমউদ্দিন জোয়ার্দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা অ্যাডভোকেট ইউসুফ আলী, প্রভাষক একেএম আশরাফুজ্জামান স্বাধীন, বাংলাদেশ প্রতিদিনের জামালপুর প্রতিনিধি শুভ্র মেহেদী, কালেরকণ্ঠের জামালপুর প্রতিনিধি রাকিবুল হাসান নয়ন, বসুন্ধরা শুভসংঘ জামালপুর জেলা শাখার সহ-সভাপতি লিখন শেখ, সাকিফ ভূঁইয়া কৌশিক, ইয়াসির আরাফাত, যুগ্ম সাধারণ সম্পাদক রিফাদুল ইসলাম প্রণয়, হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক উমর ফারুক, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান খান, প্রচার সম্পাদক ওমর সিদ্দিক মানিক, নারী বিষয়ক সম্পাদক সুমাইয়া আক্তার, নারী ও শিশু বিষয়ক সম্পাদক রিফাত জান্নাত রিমি, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোধ আবু নাঈম, আপ্যায়ন সম্পাদক আসিফ মিয়া, কার্যকরী সদস্য ফারদিয়া ফিমু, মিরাজ হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বসুন্ধরা শুভসংঘ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সারাবিশ্বের মতো আমাদের দেশও এর ক্ষতির শিকার হচ্ছে। আমরা দেখছি অসময়ে ঝড়-বৃষ্টি, খরা, তীব্র দাবদাহ, বন্যা, নদী ভাঙন হচ্ছে। এটা যে শুধু উন্নত দেশগুলোর কারণেই হচ্ছে তা নয়, আমাদেরও সচেতনতার অভাব রয়েছে, নদী, পুকুর ভরাট করছি, প্রয়োজনে-অপ্রয়োজনে গাছ কেটে ফেলছি, অথচ নতুন করে গাছ রোপণ করছিনা। যার ফলে চরমভাবে জলবায়ু পরিবর্তন এবং প্রকৃতির প্রতিশোধের শিকার হচ্ছি।
জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে মুক্তি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বসুন্ধরা শুভসংঘ জামালপুরে সামাজিক বনায়ন তৈরিতে মুখ্য ভূমিকা রাখবে, আর এরই অংশ হিসেবে আজ শহরের ব্রহ্মপুত্র বাইপাস সড়কে বৃক্ষরোপণের মাধ্যমে এই কার্যক্রম শুরু করা হলো এবং ভবিষ্যতে এই কার্যক্রম অব্যাহত থাকবে। সমাবেশ শেষে শহরের ফৌজদারি থেকে ফেরিঘাটমুখী ব্রহ্মপুত্র নদের পাড় ঘেঁষা বাইপাস সড়কে শোভা বর্ধনের জন্য কৃষ্ণচূড়া গাছ রোপণ করা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল