চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচলকারী সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। আগামী ১০ আগস্ট থেকে পরীক্ষামূলকভাবে এই পরিবর্তিত সময়সূচি কার্যকর হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
নতুন সূচি অনুযায়ী, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেস ছাড়বে ভোর ৫টা ৫০ মিনিটে, আর কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী প্রবাল এক্সপ্রেস ছাড়বে সকাল ১০টায়।
রেলওয়ের সহকারী প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকীর স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, যাত্রীদের চাহিদা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, কক্সবাজার রুটে আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচল শুরু হয় ২০২৩ সালের ১ ডিসেম্বর, ঢাকা-কক্সবাজার আন্তঃনগর ‘কক্সবাজার এক্সপ্রেস’ দিয়ে। এরপর ২০২৪ সালের জানুয়ারিতে যুক্ত হয় ‘পর্যটক এক্সপ্রেস’। ওই বছরের ৮ এপ্রিল চালু হয় চট্টগ্রাম-কক্সবাজার রুটে এক জোড়া বিশেষ ট্রেন, যা ৩০ মে ইঞ্জিন ও কোচ সংকটের কারণে বন্ধ হয়ে যায়। তবে স্থানীয়দের দাবির মুখে গত ১২ জুন তা পুনরায় চালু করা হয়।
চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে কক্সবাজার রুটে নিয়মিত ট্রেন চলাচল শুরু হয়।
বিডি প্রতিদিন/আশিক