নেত্রকোনার হাওরাঞ্চলে অজ্ঞাত অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। খালিয়াজুরী উপজেলার নুরপুর বোয়ালি হাওরের ভেসে ওঠা গ্রামীণ ডুবন্ত সড়কে বৃহস্পতিবার সন্ধ্যায় লাশটি স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে উদ্ধার করে।
উপজেলার মেন্দিপুর ইউনিয়নের নুরপুর বোয়ালি মসজিদের সামনে এলাকার মদন উপজেলার লিংক রোড গোবিন্দশ্রী পাকা সড়কে ভাসছিল মৃতদেহটি। তবে অর্ধগলিত হওয়ায় শনাক্ত করা যায়নি বলে স্থানীয়রা জানান। স্থানীয় বাসিন্ধা নবাব বিন সোহান জানান, আশপাশের মানুষ সড়ক দিয়ে চলাচলের সময় একটি ভেসে থাকা লাশ দেখতে পায়। পরে পুলিশে খবর দেয়া হলে খালিয়াজুরী থানার পুলিশ গিয়ে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে কথা বলতে খালিয়াজুরী থানার ওসি মো. মকবুল হোসেনের সাথে কথা বলতে চাইলে তিনি ফোন রিসিভ করেননি।
তবে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সাহেব আলী খান পাঠান জানান, শনাক্তের চেষ্টা চলছে। সকল প্রক্রিয়া সম্পন্ন করে লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন