ফরিদপুরের ভাঙ্গায উপজেলায় ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের চুমুরদী গ্রামের সুমন শেখ (২৬) ও নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ডাঙ্গী গ্রামের জুলহাস মুন্সী ওরফে হৃদয় (২২)।
জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বগাইল টোলপ্লাজার সড়কের দক্ষিণ পাশে ঢাকা থেকে ভাঙ্গাগামী একটি পিকআপ থেকে গাঁজাসহ ওই দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিদর্শক দেলোয়ার হোসেন বাদী হয়ে শুক্রবার (১ আগস্ট) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভাঙ্গা থানায় একটি মামলা করেছেন।
ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক শেখ মো. হাশেম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত দেড়টার দিকে ভাঙ্গায় এক্সপ্রেসওয়ের বগাইল টোল প্লাজায় একটি পিকআপে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে ২০ কেজি গাঁজা পাওয়া যায়।
বিডি প্রতিদিন/নাজিম