জুলাই বিপ্লব ও তারুণ্য উৎসবকে কেন্দ্র করে দেশের বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে দেড় লক্ষাধিক 'বিনালেবু-১' চারা বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এই জাতের উন্নতমানের বীজবিহীন লেবুর চারা উৎপাদন করছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এসব চারা দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে সরবরাহ করবে।
এই উদ্যোগের অংশ হিসেবে বিনা উপকেন্দ্র, কুমিল্লার উদ্যোগে বর্তমানে প্রায় ৩০ হাজার বিনালেবু-১ এর গুটি কলম তৈরি করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিনা উপকেন্দ্র, কুমিল্লার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. হাসানুজ্জামান রনি।
তিনি বলেন, ‘লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে। যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, হজম শক্তি উন্নত করতে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।’
তিনি আরও জানান, বিনালেবু-১ বিনা উদ্ভাবিত একটি বীজবিহীন লেবু জাত, যা সারা বছর ফল দেয়। এর ফল ডিম্বাকার, অগ্রভাগ সূচালো এবং গন্ধযুক্ত। সাধারণত ফল বীজশূন্য হলেও কিছু ফলে ২-৩টি বীজ থাকতে পারে। প্রতিটি ফলের ওজন হয় ৯০ থেকে ১৫০ গ্রাম পর্যন্ত। ফলের চারা রোপণের ১০-১১ মাসের মধ্যে প্রথম ফল পাওয়া যায়।
এই কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা, পুষ্টিকর খাদ্যের গুরুত্ব এবং নিজ হাতে গাছ লাগানোর অভ্যাস গড়ে তোলা যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিডি প্রতিদিন/আশিক