ওভাল টেস্টের প্রথম দিন ফিল্ডিং করতে গিয়ে কাঁধে চোট পেয়ে চলমান ম্যাচ থেকে ছিটকে পড়েছেন ইংল্যান্ডের পেসার ক্রিস ওকস। শুক্রবার খেলা শুরুর আগে বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, এই ম্যাচে ওকস আর অংশ নিতে পারবে না।
চোট পান ম্যাচের ৫৭তম ওভারে। করুণ নায়ারের এক সাধারণ বাউন্ডারি ঠেকাতে সীমানার কাছাকাছি দৌড়ে গিয়ে বলটি ফিরিয়ে আনতে সক্ষম হলেও, সীমানার বাইরে পড়ে গিয়ে বাঁ কাঁধে আঘাত পান ওকস। প্রথমে পরিস্থিতি গুরুতর না মনে হলেও কিছুক্ষণ পর ব্যথায় কাতর হয়ে পড়েন তিনি। দ্রুতই মাঠে ছুটে আসেন দলের ফিজিওরা। প্রাথমিক চিকিৎসা শেষে মাঠ ছাড়েন ওকস, যেখানে তাঁর বাঁ হাতটি ডান হাতে ধরে সোয়েটারে পেঁচিয়ে রাখা হয়েছিল।
এই চোটের ফলে অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজের শেষ টেস্টে আর মাঠে নামতে পারবেন না অভিজ্ঞ এই পেসার। প্রথম ইনিংসে বল হাতে তিনি ছিলেন কার্যকর। ইতোমধ্যে ১৪ ওভার বল করে ভারতের গুরুত্বপূর্ণ ব্যাটার লোকেশ রাহুলকে আউট করেন।
ওকসের ছিটকে যাওয়ায় বোলিং বিভাগে চাপ বেড়েছে ইংল্যান্ডের। আগেই নিশ্চিত ছিল, দলে নেই জফরা আর্চার ও বেন স্টোকস। এখন বোলিং আক্রমণ নির্ভর করছে গাস আটকিনসন, জস টাং এবং জেমি ওভারটনের ওপর।
চলতি সিরিজে ওকসের পারফরম্যান্স খুব একটা উজ্জ্বল না হলেও, বল হাতে ছিলেন দলের সবচেয়ে ব্যস্ত বোলার। সিরিজে সবচেয়ে বেশি ১৮১ ওভার বল করে নিয়েছেন ১১টি উইকেট। দ্বিতীয় সর্বোচ্চ ওভার করা ব্রাইডন কার্সের তুলনায় তিনি করেছেন ২৪ ওভার বেশি। ব্যাট হাতে অবশ্য ছিল হতাশাজনক পারফরম্যান্স, মোটে ৬৪ রান এসেছে তার ব্যাট থেকে।
বিডি প্রতিদিন/মুসা