ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ডের ভাটিয়ারী অক্সিজেন এলাকায় তেলবাহী লরির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যানঘাটা এলাকার বাসিন্দা আরিফ হোসেন ও অপরজনের নাম জুয়েল বলে জানা গেছে।
বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মোমিন বলেন, লরিটি মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। লরি আটক করা হয়েছে তবে চালক পালিয়ে গেছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলযোগে আরিফ ও জুয়েল সীতাকুণ্ডের দিকে যাচ্ছিলেন। অক্সিজেন এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি লরি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুজনই গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়।
বিডি প্রতিদিন/জুনাইদ