২০২৪ সালের জুলাই শহীদ আশিক স্মরণে কুড়িগ্রামে স্ট্রিট স্ট্যাম্প এর ভিত্তিপ্রস্তরের উদ্বোধন ও জুলাই শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় শহরের কুড়িগ্রামের কেন্দ্রীয় শাপলা চত্বরের পাশে জেলা পরিষদ কুড়িগ্রামের অর্থায়নে ও স্থানীয় সরকার প্রকৌশল এলজিইডির বাস্তবায়নে ২৪ জুলাই শহীদ আশিক এর এই স্ট্রিট স্ট্যাম্প ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পুলিশ সুপার মাহফুজুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উপসচিব ফিরুজুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউনুছ হোসেন বিশ্বাস, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব প্রমুখ।
উল্লেখ্য, শহীদ আশিকুর রহমান আশিক এর পিতা চাঁদ মিয়া, জেলার উলিপুর উপজেলার সাতভিটা, বুড়াবুড়ি ইউনিয়নে তার বাড়ি।
বিডিপ্রতিদিন/কবিরুল