গতকাল বুধবার পাঞ্জাব কিংসের কাছে হেরে আইপিএল থেকে বিদায় নিয়েছে চেন্নাই সুপার কিংস। এই জয়ে পাঞ্জাব রয়েছে প্লে অফের দৌড়ে। যেখানে দলকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। এদিন ম্যাচ সেরাও হয়েছেন তিনি। তবে ম্যাচ শেষ গুনতে হচ্ছে শাস্তি।
বুধবার চেন্নাইয়ের মাঠ এমএ চিদাম্বরম স্টেডিয়ামে স্বাগতিকদের ৪ উইকেটে হারিয়েছে পাঞ্জাব কিংস। এই জয়ে প্লে-অফের দৌড়ে এগিয়ে গেছে প্রীতি জিনতার দল। যেখানে দলকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার।
এদিন ব্যাট হাতে ৪১ বলে ৭২ রানের ইনিংস খেলেন আইয়ার। যার ফলে ম্যাচসেরার পুরস্কার হিসেবে ১ লাখ রুপি উঠেছে তার হাতে। তবে ম্যাচ শেষে ডানহাতি এই ব্যাটারকে গুনতে হচ্ছে ১২ লাখ রুপির শাস্তি। আইয়ারকে জরিমানা করার কারণ মূলত মন্থর ওভার রেট, যেটিকে এখন আচরণবিধি লঙ্ঘন হিসেবে দেখা হয়।
চলতি মৌসুমে আইপিএলের বেশির ভাগ অধিনায়ক যে ভুল করে শাস্তি পেয়েছেন, শ্রেয়াসও সেই ভুলই করেছেন। অর্থাৎ নির্ধারিত সময়ে তার দল ২০ ওভার বোলিং করতে পারেনি। এক ওভার কম করেছে।
এ কারণে ম্যাচের সময় শেষ ওভারে ৩০ গজের মধ্যে অতিরিক্ত একজন ফিল্ডার রাখতে হয়েছে পাঞ্জাবকে। সেই ওভারেই হ্যাটট্রিক করেন যুজবেন্দ্র চাহাল। স্লো ওভার রেটের কারণে ম্যাচের পর অধিনায়ক শ্রেয়াসকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।
এদিন স্যাম কারানের ৮৮ রানের সৌজন্যে চেন্নাই আগে ব্যাট করে ১৯০ রান তুলেছিল। চাহাল ৩২ রানে ৪ উইকেট নেন। জবাবে প্রভুসিমরান সিং (৫৪) এবং শ্রেয়াসের (৭২) ইনিংসে ভর করে জিতে যায় পাঞ্জাব।
বিডি-প্রতিদিন/শআ