জাপানে বিদ্যুৎ লাইনে সাপ জড়িয়ে পড়ায় বিভ্রাটে ব্যস্ত বুলেট ট্রেন লাইনগুলোর একটি থেমে যায়। জানা যায়, সাপের কারণে গতকাল বুধবার জাপানের টোকাইডো শিনকানসেন লাইনে টোকিও ও ওসাকার মধ্যে চলাচল করা ট্রেনগুলোর কার্যক্রম স্থানীয় সময় বিকেল ৫টা ২৫ মিনিট থেকে স্থগিত হয়ে যায়। পরে সন্ধ্যা ৭টার দিকে ট্রেন চলাচল ফের শুরু হয়। ট্রেন অপারেটর সেন্ট্রাল জাপান রেলওয়ে কম্পানির বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।
জাপানের সংবাদ সংস্থা কিয়োডো নিউজ জানিয়েছে, সাপটি গিফু-হাশিমা ও মাইবারা স্টেশনের মধ্যবর্তী অংশে বিদ্যুৎ লাইনে জড়িয়ে পড়ে। এর ফলে টোকিওমুখী ট্রেনগুলো শিন-ওসাকা ও নাগোয়ার মধ্যে এবং ওসাকামুখী ট্রেনগুলো শিন-ওসাকা ও টোকিওর মধ্যে স্থগিত করা হয়। যখন কর্তৃপক্ষ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছিল, তখন একাধিক স্টেশনে যাত্রীরা কর্মীদের ঘিরে ধরে এবং টিকিট মেশিনের সামনে দীর্ঘ সারি দেখা যায়।
টোকিও ফেরার সময় নিয়মিত যাত্রী সাতোশি তাগাওয়া কিয়োডোকে বলেন, ‘আমি মাসে কয়েকবার শিনকানসেন ব্যবহার করি, কিন্তু বিদ্যুৎবিভ্রাটের কারণে ট্রেন চলাচল বন্ধ হওয়ার ঘটনা এবারই প্রথম দেখলাম।’ অন্যদিকে ২৬ বছর বয়সী কাজুতোশি তাচি বলেন, ‘এসব সমস্যায় আমি বিরক্ত। আমি চাই ট্রেনগুলো সময়মতো চলুক।’
উল্লেখ্য, জাপানে এবারই প্রথম নয়, এর আগেও সাপের কারণে শিনকানসেন চলাচলে বিঘ্ন ঘটেছিল। সিবিএস নিউজের তথ্য অনুসারে, ২০২৪ সালের এপ্রিল মাসে নাগোয়া ও টোকিওর মধ্যে চলাচলকারী একটি ট্রেনে ১৬ ইঞ্চি লম্বা একটি সাপ ধরা পড়লে ট্রেনটি ১৭ মিনিট থেমে ছিল।
বিডি-প্রতিদিন/শআ