ভারতীয় সেনাবাহিনী বৃহস্পতিবারও দাবি করেছে পাকিস্তানি বাহিনী টানা সপ্তম দিনের মতো জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) পেরিয়ে গুলি চালিয়েছে। সেই সাথে পাকিস্তানকে যোগ্য জবাব দেয়ার দাবিও করেছে ভারত। যদিও এ বিষয়ে এখনও ইসলামাবাদ কোনো মন্তব্য করেনি।
ভারতীয় সেনা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ৩০ এপ্রিল-১ মে রাতে পাকিস্তানি সেনাবাহিনীর পোস্টগুলো জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চল কুপওয়ারা, উরি এবং আখনুরের বিপরীতে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে বিনা উস্কানিতে ছোট অস্ত্র দিয়ে গুলিবর্ষণ শুরু করে। এর যথাযথ জবাব দেওয়া হয়েছে।
বুধবার ভারত ও পাকিস্তানের সামরিক অভিযানের মহাপরিচালক (ডিজিএমও) হটলাইনে পাকিস্তানের ক্রমাগত বিনা উস্কানিতে লঙ্ঘনের বিষয়ে আলোচনা করার পরেও যুদ্ধবিরতি লঙ্ঘন ঘটে।
ভারতীয় ডিজিএমও তার পাকিস্তানি প্রতিপক্ষকে নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানি সেনাবাহিনীর লঙ্ঘনের বিরুদ্ধে সতর্ক করেছেন বলে জানা গেছে।
২২শে এপ্রিল জম্মু ও কাশ্মীরের পাহেলগাঁওয়ে ২৬ জন পুরুষ পর্যটককে গুলি করে হত্যা করা হয়। ভারত এই ভয়াবহ হামলার জন্য দোষীদের খুঁজে বের করে শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। পাকিস্তানও জানিয়েছে, ভারত তাদের ভূখণ্ডে হামলা করলে ইসলামাবাদও বসে থাকবে না।
বিডি প্রতিদিন/নাজমুল