আন্তঃনগর এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে ট্রেন থামিয়ে বিক্ষোভ করেছেন রাজশাহীর চারঘাট ও বাঘা উপজেলার হাজারও মানুষ।
বৃহস্পতিবার দুপুরে চারঘাটের নন্দনগাছি স্টেশনে দু’টি ট্রেন থামিয়ে বিক্ষোভ করে উপজেলাবাসী। এ সময় রাজশাহী ও চিলাহাটির মধ্যে চলাচল করা বরেন্দ্র এক্সপ্রেস এবং লোকাল মেইল ট্রেন থামিয়ে বিক্ষোভ করা হয়।এতে কিছু সময়ের জন্য ট্রেনটি নন্দনগাছি স্টেশনে থেমে ছিল। পরে আবার নিজ নিজ গন্তব্যে যাত্রা করে ট্রেনগুলো।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২০ বছর ধরে বন্ধ আছে এই স্টেশনের কার্যক্রম। লোকাল ও আন্তঃনগর ট্রেন থামে না। পুরো স্টেশনের প্লাটফর্মে ছাউনি আছে। তবে অপরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। যাত্রাবিরতি না থাকলেও অনেক সময় ক্রসিং এর জন্য দাঁড়ায় ট্রেন।
রাজশাহী রেলওয়ে স্টেশনের ম্যানেজার শহীদুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। তবে বিস্তারিত জানা নেই। এছাড়া সব ট্রেন সময়মতো চলাচল করেছে।
বিডি-প্রতিদিন/বাজিত