রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিভিন্ন স্থান থেকে অবৈধ বালু, মাটি উত্তোলন বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন থেকে ড্রেজার স্থাপন বন্ধ, মাদক নিয়ন্ত্রণ ও চাঁদাবাজির প্রতিবাদ জানানো হয়।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় ‘গোয়ালন্দ উপজেলাবাসী’-ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে উপজেলার দৌলতদিয়া, দেবগ্রাম ও উজানচর ইউনিয়নের শত শত মানুষ অংশগ্রহণ করেন।
গোয়ালন্দ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আইয়ুব আলী খানের সভাপতিত্বে মানববন্ধনে কামরুল ইসলাম কলেজের সাবেক অধ্যক্ষ কে মহিদ হিরা, গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি কাজী মনিরুজ্জামান মনিসহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ বক্তব্য রাখেন।
মানববন্ধন কর্মসূচি শেষে ঢাকা-খুলনা মহাসড়কে বিক্ষোভ করেন বিক্ষুদ্ধ জনতা। এ সময় যানবাহন চলাচলে ভোগান্তি সৃষ্টি হয়।
মানববন্ধন থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে তার বক্তব্যের জন্য মুঠোফোনে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেনি।
এ ব্যাপারে রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, আমি বিষয়টি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/হিমেল