রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে ২৮ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে। ১ হাজার ৮০০ টাকা কেজি দরে মোট ৫০ হাজার ৪০০ টাকা মাছটি বিক্রি করা হয়েছে।
আজ শনিবার সকালে রাজবাড়ীর দৌলতদিয়া এলাকায় পদ্মা নদীতে জামাল প্রামাণিকের জালে মাছটি ধরা পড়ে। পরে দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবসায়ী মো. চান্দু মোল্লা মাছটি ক্রয় করেন।
স্থানীয়রা বলেন, শনিবার ভোরে দৌলতদিয়া ফেরিঘাটের মমিন মন্ডলের আড়তে মাছটি বিক্রি হয়। এসব মাছ সাধারণত ফেরিঘাটের ব্যবসায়ীরা ক্রয় করে। শনিবার ভোরে দৌলতদিয়া ইউনিয়নের জেলে জামাল মাছটি আড়তে বিক্রি করেছেন।
চাঁদনী এন্ড আরিফা মৎস্য আড়তের ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, সর্বোচ্চ দরদাতা হিসেবে মাছটি আমি ১ হাজার ৮০০ টাকা কেজি দরে ক্রয় করেছি। সামান্য লাভে মাছটি বিক্রি করে দিবো।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. নজমুল হুদা বলেন, ‘পদ্মায় পানি সামান্য বেড়েছে। ফলে মাছের বিচরণ বেড়েছে। তাছাড়া গোয়ালন্দতে পদ্মা-যমুনার মোহনা হওয়ার কারণে এখানে বেশ বড় বড় মাছ পাওয়া যায়।’
বিডি প্রতিদিন/জামশেদ