নানা অনিয়মের অভিযোগে রাজবাড়ী বিআরটিএ অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় নগদ ৭২ হাজার ৪২০ টাকাসহ চারজনকে আটক করা হয়।
বুধবার (৭ মে) দুপুর থেকে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের সহকারী পরিচালক মো. মুস্তাফিজ এ অভিযান পরিচালন করেন।
গ্রেফতাররা হলেন, রাজবাড়ী সদর উপজেলার কাজী বাঁধা বেথুলিয়া গ্রামের বেলায়েত হোসেনের ছেলে আকরামুজ্জামান, দালাল চর লক্ষ্মীপুর গ্রামের আব্বাস আলী খানের ছেলে আশিক খান, গোপিনাথ দিয়া গ্রামের রহমত আলীর ছেলে লিয়াকত আলী ও কাজীকান্দা গ্রামের আব্দুল মতিনের ছেলে মুনছুর আহমেদ।
মো. মুস্তাফিজ বলেন, আমরা সকাল থেকে ছদ্মবেশে রাজবাড়ী বিআরটিএ কার্যালয়ে তথ্য উপাত্ত সংগ্রহ করি। সেখানে চার জন দালাল অফিসের ভেতরের চেয়ার টেবিলে বসেই ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস সদনপত্র প্রদানে গ্রহকদের কাছ থেকে টাকা নিয়ে দালালি কার্যক্রম পরিচালনা করছেন। এ সময় তাদের হাতেনাতে আটক করা হয়। তাদের কাছ থেকে ৭২ হাজার ৪২০ টাকা উদ্ধার করা হয়েছে।
বিডি প্রতিদিন/নাজিম