বরিশালে মৃদু তাপপ্রবাহ বইছে। এর মধ্যেই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অবস্থাটি অসহনীয় হয়ে উঠেছে। যদিও সর্বোচ্চ তাপমাত্রা গত দুই দিনের তুলনায় কিছুটা কমেছে, তবে আবহাওয়া অফিস বলছে, এই অবস্থা ১৩ মে পর্যন্ত চলতে পারে।
বরিশাল আবহাওয়া অফিস জানায়, শুক্রবার বরিশালের তাপমাত্রা ছিল মৌসুমের সর্বোচ্চ—৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন ছিল ৩৭.৪ ডিগ্রি। শনিবার তাপমাত্রা কিছুটা কমে দাঁড়িয়েছে ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াসে।
বর্তমানে বরিশালে মৃদু তাপপ্রবাহ চলছে, এবং আগামী ১৩ মে পর্যন্ত এ অবস্থা অব্যাহত থাকতে পারে। এরপর বরিশালের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের মানদণ্ড অনুযায়ী—
- ৩৬–৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মৃদু,
- ৩৮–৪০ ডিগ্রি মাঝারি,
- ৪০–৪২ ডিগ্রি তীব্র,
- ৪২ ডিগ্রির বেশি হলে তা অতি তীব্র তাপপ্রবাহ হিসেবে ধরা হয়।
আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মাসুদ রানা রুবেল জানান, “বৃহস্পতিবার ও শুক্রবারের তুলনায় তাপমাত্রা কমলেও বাতাসে জলীয় বাষ্প বেড়ে গেছে। বর্তমানে বাতাসে ৫৮ শতাংশ জলীয় বাষ্প রয়েছে। ফলে ভ্যাপসা গরমে শরীরে ঘাম বেশি হচ্ছে, যা অসহনীয় অনুভূতির জন্ম দিচ্ছে। তবে এক–দুই দিনের মধ্যে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে।”
এদিকে, তাপপ্রবাহে অতিষ্ঠ পথচারী ও শ্রমজীবীদের মাঝে পানি ও ওরাল স্যালাইন বিতরণ করেছে বরিশাল মহানগর বিএনপি। নগরীর রূপাতলী বাসস্ট্যান্ড এলাকায় এই কার্যক্রম পরিচালনা করেন মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার।
বিডি প্রতিদিন/আশিক