ভাঙ্গায় রাতের অন্ধকারে তিনজনকে উপর্যুপরি কুপিয়ে জখম করার তিন দিন পরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রায়হান শেখ (২৪) নামক আহত আরও একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ মে) সকাল ১০ টার দিকে তার মৃত্যু হয়।
এর আগে ঘটনার দিন শনিবার (১০ মে) দিবাগত রাত ১ টার দিকে গুরুতর আহতদের ভাঙ্গা থেকে ঢাকা নেওয়ার পথে ইয়াছিন খালাসী (১৯) নামক এক জনের মৃত্যু হয়। এ ঘটনায় তিন দিনে দুই জনের মৃত্যু হলো।
মঙ্গলবার (১৩ মে) নিহত রায়হান শেখ ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের থানমাত্তা গ্রামের কৃষক ফখরুদ্দিন শেখের ছেলে। শনিবার দিবাগত রাতে নিহত ইয়াছিন খালাসী ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের থানমাত্তা গ্রামের কৃষক জাহাঙ্গীর খালাসীর ছেলে।
এ ঘটনায় গত রবিবার (১১ মে) নিহত ইয়াছিন খালাসীর পিতা জাহাঙ্গীর খালাসী বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা করেছেন। এ মামলার এজাহার নামীয় আসামি মো. ইসমাইল বেপারীকে (১৮) সোমবার (১২ মে) সন্ধ্যা ৭ টার দিকে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার শিরোইল বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব -১০ এর একটি দল।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, শনিবার রাতে তিনজনকে কুপিয়ে জখম করার ঘটনায় এ পর্যন্ত দুই জন মারা গিয়েছে। এরমধ্যে ইয়াছিন খালাসী ওই রাতেই মারা গিয়েছে। মঙ্গলবার রায়হান শেখ নামক আরও একজন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে। এ ঘটনায় ১১ মে ইয়াছিন খালাসীর বাবা জাহাঙ্গীর খালাসী বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা করেছেন। এ মামলায় ১৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। পূর্ব শত্রুতার জেরে ও আধিপত্যের বিরোধে দুইজন খুনের ঘটনা ঘটলো।
বিডি প্রতিদিন/হিমেল