দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির ভূগর্ভে কর্মরত শ্রমিকদের নিয়োগ সংক্রান্ত সাব কন্টাক্ট বাতিল করে মূল কন্টাক্ট এর মাধ্যমে নিয়োগ দাবিতে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছেন খনি শ্রমিকরা। সংবাদ সম্মেলনে ৭২ ঘণ্টার মধ্যে এই দাবি পূরণ না হলে কাঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
রবিবার বেলা ১১টায় কয়লা খনির প্রধান ফটকের সামনে বিক্ষোভ মিছিল করেন ভূগর্ভস্থ খনি শ্রমিকরা। মিছিল শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের দাবি উত্থাপন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শ্রমিক নেতা শহিবুল ইসলাম।
বিডি প্রতিদিন/এএ