ফরিদপুরের বোয়ালমারীতে যৌথ বাহিনীর অভিযানে ২০ কেজি গাঁজাসহ ইমরুল ফকির (৩৫) ও সুজাত ফকির (৩২) নামে দুই সহোদরকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। আসামীদের সোমবারআদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বোয়ালমারী থানা সূত্রে জানা যায়, জেলার বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের দুর্গাপুর এলাকায় একটি চক্র আসন্ন ঈদকে সামনে রেখে মাদকের বড় একটি চালান মজুত করেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর সদস্যরা জানতে পেরে রবিবার দিবাগত রাতে অভিযান পরিচালনা করে। এসময় ২০ কেজি গাঁজাসহ দুইসহোদরকে আটক করা হয়। এ ঘটনায় দুই সহোদরের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদকের বিষয়টি জানতে পেয়ে বোয়ালমারী সেনাক্যাম্প ও থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে দুইসহোদরকে ২ কেজি গাঁজাসহ তাদেকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত। এ ঘটনা দুই ভাইয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম