লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ-পশ্চিম চরমনসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেনকে আটক করেছে পুলিশ। এক শিশু ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে অভিভাবকরা। মঙ্গলবার (২৭ মে) দুপুরে উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ওই বিদ্যালয়ে ঘটনাটি ঘটে।
এ ঘটনায় বিকেলে শিক্ষক কবিরের বিরুদ্ধে ছাত্রীর মা বাদী হয়ে সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে থানায় আটক করে। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অভিযুক্ত কবির ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের শাকায়েত উল্যার ছেলে। তিনি দক্ষিণ-পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩০ বছর ধরে কর্মরত রয়েছেন।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, শিশুটি কিছুদিন ধরে বিদ্যালয়ে যেতে রাজি হচ্ছিল না। কারণ জানতে চাইলে সে তার মাকে জানায় শিক্ষক কবির তাকে বিদ্যালয়ের বাথরুমে নিয়ে যৌন হয়রানি করেছে। ঘটনাটি কাউকে বললে মেরে ফেলার হুমকি দেয়। এজন্য ভয়ে সে বিদ্যালয়ে যেতে রাজি হচ্ছিল না। মঙ্গলবার শিশুটিকে নিয়ে তার মা বিদ্যালয়ে যায়। খবর পেয়ে ক্ষুদ্ধ অভিভাবকরাও বিদ্যালয়ে উপস্থিত হয়। অভিভাবকদের প্রশ্নের সদুত্তর দিতে না পারায় তাকে বিদ্যালয় মাঠে মারধর করা হয়। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের এক শিক্ষক বলেন, এর আগেও প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিকবার বিদ্যালয়ের শিশু ছাত্রীদের যৌন হয়রানি অভিযোগ উঠেছে। ৬ মাস আগেও একটি ঘটনা ঘটেছিল।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, ছাত্রীর মা ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত শিক্ষককে অভিভাবকরা পুলিশে সোপর্দ করেছে। তিনি থানা হেফাজতে রয়েছেন। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।