বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ ভালো। তারেক রহমান ও ড. ইউনূসের মিটিং মোতাবেক আশা করছি আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হতে পারে। সমস্ত কিছু নির্ভর করছে তারেক রহমানের উপর। দেশের পরিস্থিতি ভালো। নির্বাচন হওয়ার মতো পরিস্থিতি দেশে রয়েছে। সমস্ত দলগুলো নির্বাচন চায়। বাংলাদেশ মানুষ নির্বাচন মুখিয়ে বসে রয়েছে।
শনিবার বিকেলে টাঙ্গাইলের ধনবাড়ীতে উপজেলা ও পৌর বিএনপির বর্ধিত সভার আগে প্রধান অতিথি হিসেবে যোগ দেয়ার আগে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপির সাথে অন্য কোন দলের দ্বন্দ্ব নেই। তবে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী থাকবেই। তবে একটি জায়গায় সব ঠিক হয়ে যাবে।
ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি এম আজিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য শামসুজ্জামান সুরুজ, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ