গাইবান্ধার গোবিন্দগঞ্জে দেশীয় অস্ত্র, নকল পিস্তল, ইয়াবাসহ ৪জন শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে যৌথ বাহিনী। গ্রেপ্তাররা হলেন- উপজেলার গোবিন্দগঞ্জ পৌর শহরের হীরকপাড়া (বুজরুক বোয়ালিয়া) এলাকার জাহিদুল ইসলামের ছেলে আজাদ মন্ডল (৫০) একই এলাকার আলেজ শেখের ছেলে মোশাররফ হোসেন (২৫), মৃত মোজাম্মেল হকের ছেলে আসাদুল ইসলাম (৬০) ও আসাদুল ইসলামের ছেলে মেহেদী হাসান (২৩)। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিল বলে জানা গেছে।
শুক্রবার (৪ জুলাই) দিবাগত রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে পৌর শহরের হীরকপাড়া এলাকার ভাই ভাই সমিতির কার্যালয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় মাটি খুঁড়ে প্যাকেটে লুকিয়ে রাখা অবস্থায় ২৫টি বড় হাসুয়া, ৫ টি চাইনিজ কুড়াল, ১টি নকল পিস্তল, মোবাইল ফোন, ল্যাপটপসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। শনিবার সকালে তাদের গোবিন্দগঞ্জ থানায় সোর্পদ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আজাদসহ ওই ৪ জন দীর্ঘদিন থেকে ভাই ভাই সমিতির আড়ালে সুদের কারবারসহ বিভিন্ন সন্ত্রাসীমূলক কাজ করে আসছিল। তাদের বিরুদ্ধে থানায় একাধিক অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ ব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/এএম