গত এক সপ্তাহের ব্যবধানে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা বিভিন্ন স্থানে একাধিক সড়ক ডাকাতির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গত রবিবার রাতেও নাসিরনগর উপজেলার চাপরতলা এলাকায় দুজনকে পিটিয়ে আহত করেছে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা। তবে পুলিশ জানায়, সঙ্গবদ্ধ ডাকাতদের ধরতে অভিযান জোরদার করা হয়েছে।
ডাকাতের হামলায় আহত ভুক্তভোগী ওবায়দুল হক জানান, গত রাতে তিনি এবং তার এক বন্ধু আব্দুল কাদিরকে নিয়ে সিএনজিচালিত অটোরিক্সায় দিয়ে নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের চাপরতলায় নিজ বাড়িতে ফিরছিলেন। পথে সঙ্গবদ্ধ ডাকাত দলের সদস্যরা তাদের বহনকারী সিএনজি চালিত অটোরিক্সাটির পথরোধ করেন। এক পর্যায়ে অস্ত্রের মুখে জিম্মি করে তাদেরকে পাশের জমির ভেতরে নিয়ে যান। এসময় তাদের সাথে থাকা মোবাইল ফোন টাকা ছিনিয়ে নেয়ার পরও শেষ রক্ষা হয়নি ওবায়দুলের। ডাকাতেরা তাকে বেদম পিটিয়ে আহত করে জমিতে ফেলে রেখে চলে যান। কৌশলে রক্ষা পান আব্দুল কাদির। পরে স্থানীয়রা ওবায়দুলকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় বাড়িতে নিয়ে যান।
সোমবর তিনি নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। তার চাচাত ভাই আলাল মিয়া বলেন, নাসিরনগর বিভিন্ন সড়কে প্রায়শই ডাকাতি হচ্ছে। কিন্তু কোন কার্যকরী কোন পদক্ষেপ নেয়া হচ্ছে না।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আজহারুল ইসলাম জানান, সড়কের পাশে ঝোপ ঝাড়ে ডাকাতেরা লুকিয়ে থাকে। কয়েক মিনিটের মধ্যে ডাকাতেরা ডাকাতির ঘটনা ঘটিয়ে চলে যায়। সড়কের পাশে থাকা ঝোপঝাড় কেটে ফেলার পরিকল্পনা নিয়েছি। ডাকাতদের ধরতে অভিযান জোরদান করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম