কয়েক দিনের টানা বৃষ্টিতে পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকদের সবজির খেতে পচন ধরেছে। সবুজ রঙের গাছগুলো বিবর্ণ, হলদে হয়ে গেছে। ফুল ও ফল ধরা পাতা-লতা নেতিয়ে পড়েছে। উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সবজির খ্যাত কুমিরমারা গ্রামের কৃষকদের এমন দুরবস্থা হয়েছে।
এ গ্রামটির শতকরা ৯০ জন মানুষ সারা বছর সবজির আবাদ করে জীবীকা নির্বাহ করে আসছেন। জানা গেছে, ধানসহ ১২ মাসই ওই গ্রামের আবাদি জমি থেকে শুরু করে বাড়ির আশাপাশে, এমনকি ক্ষেতের আইলে পর্যন্ত শাক-সবজির আবাদ করে আসছেন। প্রচন্ড উদ্যমী ওইসব কৃষকের হাসিমুখ যেন হয়ে গেছে। একেক জন সবজি চাষি গড়ে শুধু করলার আবাদ থেকে এক থেকে দুই লাখ টাকার ফলন পাওয়ার আশায় বিভোর ছিলেন। প্রকৃতির রোষানলে পড়ে তারা এখন অনেকটা দিশাগ্রস্ত হয়ে পড়েছে।
কৃষকদের ভাষ্য মতে, গেল বছর এমন সময় পাখিমারায় সবজির রমরমা ব্যবসা ছিল। বিশেষ করে করলার ছিল টনকে টন আমদনি, এবারে ভিন্ন চিত্র। আশঙ্কাজনক হারে সবজি উৎপাদন কমে গেছে, বৃষ্টিতে চাষিদের সর্বনাশ হয়ে গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো.আরাফাত হোসেন জানান, তারা সার্বক্ষণিক কৃষকদের খোঁজ খবর নিচ্ছেন এবং পরামর্শ দিচ্ছেন।
বিডি প্রতিদিন/এএম