সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃংখলা পরিস্থতির অবনতি, জামায়াত ও এনসিপি দ্বারা ষড়যন্ত্রমূলক ভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল।
বুধবার দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে কেন্দ্রীয় কর্সূচির অংশ হিসেবে একটি মিছিলটি শুরু বের করেন নেতাকর্মীরা। মিছিলটি ট্রাফিক পয়েন্টে যাওয়ার পর সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনাজ্জির হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব জাহাঙ্গীর আলমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির শিল্প বিষয়ক সম্পাদক নুরুল আলম বিপ্লব।
এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক সিনিয়র যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন, যুগ্ম আহবায়ক সুহেল মিয়া, শাহজাহান মিয়া, অ্যাডভোকেট আহাদ জুয়েল, লিয়াকত আলী, আলী শেরওয়ান রিপন, মঈনুল ইসলাম, আনোয়ার আলম, মোজাহিদুল ইসলাম শিপলু প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ