সাতক্ষীরা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শেখ আলমগীর হোসেন আলম (৩৮) নামে এক বাংলাদেশি ঘের ব্যবসায়ী আহত হয়েছেন।
সোমবার (৪ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষীদাঁড়ি সীমান্তের ১ নম্বর মেইন পিলার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ অবস্থায় আলমগীর হোসেনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত আলমগীর হোসেন আলম সদর উপজেলার লক্ষীদাঁড়ি গ্রামের শেখ সাঈদ হোসেনের ছেলে।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এবিএম আখতার মারুফ জানান, সকাল ৮টা ৩৫ মিনিটে আলমগীরকে হাসপাতালে আনা হয়। তার মুখ, মাথা ও শরীরের বিভিন্ন অংশে ছররা গুলির চিহ্ন পাওয়া গেছে। বর্তমানে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
ভোমরা বিজিবি ক্যাম্পের সুবেদার জহির আহম্মেদ বলেন, আলম নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন বলে শুনেছি। ঘটনাটি তদন্ত করে বিস্তারিত জানানো হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
 
                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        