চাঁদপুরে চলন্ত লঞ্চে এক মুমূর্ষু রোগীর অক্সিজেন সংকট দেখা দিলে তাৎক্ষণিকভাবে চিকিৎসা সহায়তা দিয়ে সেই রোগীর জীবন রক্ষা করেছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমে জানান, সোমবার (৪ আগস্ট) বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি লঞ্চে থাকা একজন অসুস্থ যাত্রীর অক্সিজেন সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে এলে পরিস্থিতি সংকটজনক হয়ে পড়ে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লঞ্চটি হরিণা ফেরিঘাট সংলগ্ন এলাকায় পৌঁছালে রোগীর নিকটাত্মীয়রা জরুরি ভিত্তিতে কোস্ট গার্ডের শরণাপন্ন হন।
তিনি আরও জানান, পরবর্তীতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর থেকে একটি মেডিক্যাল টিম হাই স্পিড বোটে করে একটি নতুন অক্সিজেন সিলিন্ডার নিয়ে দ্রুততার সঙ্গে লঞ্চে পৌঁছায় এবং তা সংযুক্ত করে রোগীকে ঝুঁকিমুক্ত করে।
এ বিষয়ে লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত আছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ