গাইবান্ধার গোবিন্দগঞ্জে শহীদ জুয়েল রানা মিনি স্টেডিয়ামের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে ভার্চুয়ালি এ স্টেডিয়াম উদ্বোধন করেন।
এরপর পৌর শহরের বোয়ালিয়া এলাকায় জুয়েল রানা স্টেডিয়ামের পাশে স্থাপিত উদ্বোধনী ফলক উন্মোচন করেন শহীদ জুয়েল রানার বাবা মমতাজ মিয়া, মা জামিলা বেগম ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা।
পরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউএনও সৈয়দা ইয়াসমিন সুলতানা, জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী প্রকৌশলী জাহিদ হোসেন, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সত্যরঞ্জন, বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ, জেলা জামায়াতের সাবেক আমির ডা. আউর রহীম সরকার, জেলা বিএনপির নেতা সানোয়ার হোসেন দিপু, জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক রাকিব মাহমুদ আপেল, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোকাররম হোসেন রানা প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা ক্রীড়া সংস্থা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের দিন গাজীপুরে মিছিল করার সময় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন জুয়েল রানা। তিনি গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহাতী গ্রামের মমতাজ উদ্দিন ব্যাপারী ও জমিলা বেগম দম্পতির ছেলে।
বিডিপ্রতিদিন/কবিরুল