কুতুবদিয়ায় ‘উপজেলা মিনি স্টেডিয়াম’ এর যাত্রা শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় ভার্চুয়ালি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া নাটোর সদর উপজেলা স্টেডিয়াম থেকে সারাদেশের ১৪টি উপজেলা মিনি স্টেডিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
কুতুবদিয়ায় স্টেডিয়ামের উদ্বোধানী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যথোয়াই প্রু মারমার সভাপতিত্বে উপস্থিত ছিলেন কুতুবদিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন, কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিউল আলম, লেমশীখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোছাইন, কুতুবদিয়া জামায়াতে ইসলামী আমির আ.স.ম শাহরিয়া চৌধুরীসহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, উপজেলা পর্যায়ে দ্বিতীয় ধাপে ১৮৬টি উপজেলা স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের কাজ চলমান রয়েছে। এরমধ্যে কুতুবদিয়াসহ সারাদেশের একযোগে ১৪টি মিনি স্টেডিয়াম উদ্বোধন করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল